বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ CAAB job circular 2025

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ (Civil Aviation Authority of Bangladesh CAAB Job Circular 2025) কর্তৃপক্ষ হতে ২৭ মে ২০২৫ ইং প্রকাশ হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ এতে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ১টি। বিজ্ঞপ্তিতে পদের সংখ্যা  রয়েছে ১২টি এবং জনবল নিয়োগ দেওয়া হবে ২১০ জনকে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৯ মে ২০২৫ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে। চাকরিতে আবেদন করা যাবে ০৩ জুন ২০২৫ইং হতে এবং আবেদনের সময়সীমা শেষ হবে ২৯ জুন ২০২৫ইং।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ ২০২৫ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://caab.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন করতে হবে।

টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে আবেদন ফি ৫০/- টাকা + ০৬/- টাকা চার্জসহ বাবদ মোট ৫৬/- টাকা, ১০০/- টাকা + ১২/- টাকা চার্জসহ বাবদ মোট ১১২/- টাকা, ১৫০/- টাকা + ১৮/- টাকা চার্জসহ বাবদ মোট ১৬৮/- টাকা ও ২০০ টাকা + ২৩ টাকা চার্জ বাবদ মোট ২২৩/- টাকা পরিশোধ করতে হবে।

FOR PDF DOWNLOAD(CIRCULAR)

2025-05-29-04-51-80431c2567ce721d3126a928a4291b3d

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 1

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 2

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 3

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 4

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 5

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ 6

By Mustakim Mia

Stay informed with the latest updates, breaking news, and insightful information from around the world. From current events to deep dives, we bring you the facts that matter—clear, concise, and timely. Stay with jobnews24bd for daily news.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *